কোয়ান্টাম মেথড:- এক ভয়াবহ কুফরী ফেতনার নাম!

লিখেছেন লিখেছেন রাফসান ২০ জুলাই, ২০১৩, ০৫:০১:২৮ সকাল

এই ফেতনা বাংলাদেশের হাজারও মুসলমানকে শিরক্ কুফর আর বিদ’আত করতে বাধ্য করছে! মেডিটেশনের আড়ালে ভন্ড গুরুজীর রমরমা ব্যবসা!! এখনই সময় সবার সচেতন হওয়ার!

মহান আল্লাহ বলেনঃ “যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে দ্বীন হিসাবে তালাশ করবে, তার নিকট থেকে তা কবুল করা হবেনা। আর আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।”[সূরা আলে ইমরান:-৮৫]

মহান আল্লাহ বলেনঃ “রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ কর, আর যা থেকে সে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত হও” [সূরা হাশর:৭]

মহান আল্লাহ বলেনঃ "বলুনঃ আমি কি তোমাদেরকে সেসব লোকের সংবাদ দেব, যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত। তারাই সে লোক, যাদের প্রচেষ্টা পার্থিবজীবনে বিভ্রান্ত হয়, অথচ তারা মনে করে যে, তারা সৎকর্ম করেছে।" [সূরা কাহফ ,আয়াত:-১০৩-১০৪]

মহান আল্লাহ বলেনঃ "আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্নাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন বা জীবন বিধান হিসেবে মনোনীত করলাম।" [সূরা আল মায়েদাহ:-৩]

রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “সত্যতম বাণী আল্লাহর কিতাব, সর্বোত্তম আদর্শ মুহাম্মাদের আদর্শ, সবচেয়ে খারাপ বিষয় হল নতুন উদ্ভাবিত বিষয়। প্রতিটি নতুন উদ্ভাবিত বিষয়ই বিদআত, আর প্রতিটি বিদআতই পথভ্রষ্টতা।” [সহীহ্ মসলিম:- ২/৫৯৩]

রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ "আমার পর তোমাদের মধ্যে যে জীবিত থাকবে সে বহুতরো মতভেদ দেখতে পাবে। তখন আমার সুন্নাত এবং সঠিক নির্দেশনাপ্রাপ্ত খুলাফায়ে রাশেদীনের সুন্নাত অনুসরণ করাই হবে তোমাদের অবশ্য কর্তব্য। এ সুন্নাতকে খুব দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে এবং সমস্ত অবৈধ বিষয়কে এড়িয়ে চলবে। কেননা, প্রতিটি ‘বিদআত’ (দ্বীনী বিষয়ে নবাবিস্কার) হচ্ছে ভ্রষ্ঠতা।" [আবু দাউদ ও তিরমিযী]

মহান আল্লাহ বলেনঃ ‘আর আমার (প্রদর্শিত) এই পথটি অতীব সরল; কাজেই তোমরা এ পথেই (এগিয়ে) চলো। এছাড়া অন্য কোন পথে চলো না; (কেননা) তা তোমাদেরকে তার (আল্লাহর) পথ থেকে সরিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে। [সূরা আন’আমঃ ১৫৩]

আল্লাহর বানী ও রাসূলের হাদীস এত্ত স্পষ্ট হওয়ার পরেও এক জন মুসলমানের জীবনে শান্তি খুজতে কোয়ান্টাম মেথড এর সাহাজ্য নিতে হয় কেন এবং কোন সাহসে!?? আমাদেরকে বুঝতে হবে সিরাতাল মুস্তাকিম ১টাই, আর সেটা হল রাসুলুল্লাহ (সাঃ) এবং তার সাহাবাদের পথ। এ ছাড়া অন্য যে নতুন পথেই মানুষ যাবে সে পথ যত সুন্দর মনে হোক না কেন বা যতই শান্তিপূর্ণ মনে হোক না কেন সেটা মহান আল্লাহ থেকে শুধু দূরেই নিয়ে যাবে। কুরআন ও সহীহ হাদীসের নিশ্চিত প্রমাণ ছাড়া কোন আমলই করা যাবেনা।

বিষয়: বিবিধ

১২৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File